নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করব । কিন্তু কি ভাবে ?
Nagadথেকে আপনি যদি Mobile Recharge করতে না পারেন তাহলে এই পোস্টটা আপনার জন্য । এই পোস্টে আমি আপনাদের নগদ থেকে কি ভাবে মোবাইলে রিচার্জ করবেন তা দেখাবো । তো চলোন দেখা যাক ।
Nagad থেকে মোবাইলে রিচার্জ করা কিন্তু খুবই সহজ । কঠিন কোন কিছু নয় ।
তো নগদে আপনি দুই ভাবে রিচার্জ করতে পারবেন । একটি হল নগদ এপ্স এর মাধ্যমে, আর দিতীয় নিয়ম টি হল *১৬৭# ডায়াল করে । আমরা দুইটি নিয়ম ই দেখব ।
Nagad মোবাইল রিচার্জ এর ভিডিও টিওটোরিয়াল
্ভিডিও দেখতে না চাইলে পোস্ট টি পড়তে থাকুন
নগদ এপ্স এর মাধ্যমে নগদ Mobile Top Up
Nagad App এর মাধ্যমে Nagad মোবাইল রিচার্জ এর জন্য
প্রথমে আপনাকে Nagadএপ্স(APP) এ লগ ইন করতে হবে ।সেখান থেকে রিচার্জ এ যেতে হবে ।

অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন
তার পর সেখান থেকে প্রাপক লেখা অংশে আপনার মোবাইল নাম্বার (যে মোবাইলে নাম্বারে আপনি রিচার্জ করতে চান ) টি দিন । তার পর তির চিহ্নিত অংশে প্রেস করুন ।

এবার এখান থেকে আপনার অপারেটর (অর্থাৎ রবি নাকি বাংলালিংক বা এয়ারটেল ) বেছে নিন ।

এবার এখানে আপনার রিচার্জ এর পরিমান দিন । অর্থাৎ যে পরিমান টাকা আপনি রিচার্জ করতে চান । পরবর্তি বাটনে ক্লিক করুন ।

আর একটি বিষয় খেয়াল করুন ।আপনি যদি মিনিট বা MB বা মিনিট + MB কিনতে চান তাহলে কিন্তু সেটিও সম্বব । এজন্য যা করতে হবে তা হলো ।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
মিনিট এর জন্য ‘ ভয়েস ‘ লেখা অংশে ক্লিক করুন ।

এখান থেকে আপনি আপনার পছন্দের অফার টির উপর ক্লিক করুন ।
MB এর জন্য ইন্টানেট লেখা অংশে ক্লিক করুন ।

এখান থেকে আপনি আপনার পছন্দের অফার টির উপর ক্লিক করুন ।
মিনিট + MB এর জন্য বান্ডেল লেখা অংশে ক্লিক করুন ।তাহলে আপনাকে বান্ডেল অফার গুলো দেখাবে ।

এখান থেকে আপনি আপনার পছন্দের অফার টির উপর ক্লিক করুন । দারুন না ? আপনার পছন্দের অফার পেয়ে গেলেন ।
এবার আপনি আপনার পিন নাম্বারটি দিন । পরবর্তি বাটনে ক্লিক করুন ।

এবার আপনি চিহ্নিত অংশে চাপ দিয়ে ধরে রাখুন । আপনার কাজ হয়ে গেল ।

Nagad মোবাইল রিচার্জ USSD *১৬৭# ডায়াল করে
Nagad Mobile Recharge এর জন্য
- প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *১৬৭#.
2. সেখান থেকে ৩ নম্বর অপশান সিলেক্ট করুন । যেহেতু আমরা এখানে রিচার্জ করব ।

এখানে আপনি যে অপারেটরে রিচার্জ করতে চান সেটি দিন । অর্থাৎ দেখুন ১ এ আছে টেলিটক ।
৩ এ আছে GP .
4 এ আছে রবি । তো ধরুন আমরা চাই GP তে রিচার্জ করবো ।সেই জন্য দিলাম ৩ ।

এবার আপনি আপনার নাম্বার দিন ।

তো এখানে আপনি আপনার অপারেটর সিলেক্ট করুন ।তো এখানে অপারেটর কেন সিলেক্ট করতে হয় তা আমি একটু বলি ।
তো এর কারন টা হলো বাংলাদেশের একটি নতুন নিয়ম ।আর সেটি হলো নাম্বার পরিবির্তন না করে অপারেটর পরিবর্তন করা ।
অর্থাৎ আপনি একটি বাংলালিংক সিম কিনেছেন । যার নাম্বার হলো ০১৯১৫১৭৯০৮৪ । আপনি সিমটি অনেক দিন যাবৎ ব্যাবহার করছেন ।
কিন্তু আপনি এখন রবি সিম ব্যাবহার করতে চান কোন কারনে । কিন্তু আপনার বাংলালিংক সিমটির নাম্বার অনেক মানুসের কাছে আছে ।এখন নতুন সিম নিলে তো আপনি আর পুরাতন নাম্বার টি ব্যাবহার করতে পারছেন না ।
যার ফলে আপনার পুরাতন নাম্বার টি যাদের কাছে আছে তারা আর আপনাকে খুজে পাবেনা ।
তো এই সমস্যার হাত থেকে আমাদের মুক্তি দিতে যে নিয়ম টি করা হয়েছে তা হলো আপনার নাম্বারটি পরিবর্তন না করে শুধু অপারেটর পরিবর্তন করবেন ।অর্থাৎ আপনার নাম্বারটি বাংলালিংক হলেও সেটি রবি সিম এর জন্য কাজ করবে ।
অর্থাৎ আপনার সিমের নাম্বার দেখে বাংলালিংক মনে হলেও আসলে সেটি কিন্তু রবি ।

যে পরিমান টাকা আপনি রিচার্জ করতে চান সেটি এখানে দিন । Send বাটনে ক্লিক করুন ।

এখানে আপনার পিন নম্বর দিন । Send বাটনে ক্লিক করুন ।
আপনার কাজ হয়ে গেল ।
এই হল Nagad মোবাইল রিচার্জ এর নিয়ম।
Nagad Mobile Recharge Cashback Offer
নগদ মোবাইল রিচার্জ এর উপর বেশ কিছু Offer দিচ্ছে + সেই সাথে দারুন কিছু Cash back .
চলুন সব গুল একে একে দেখে নেয়া যাক।
Banglalink Cash Back offer’s Chart
টাকার পরিমান | মেয়াদ | মিনিট/MB পরিমান | ক্যাশবেক |
74 টাকা | 7 দিন | 120 মিনিট | 5 টাকা |
149 টাকা | 7 দিন | 20 GB | 15 টাকা |
159 টাকা | 60 দিন | ৪৮ পয়সা/মিনিট | 10 টাকা |
328 টাকা | 30 দিন | 545 মিনিট + 1GB | 30 টাকা |
399 টাকা | 30 দিন | 40 GB | 50 টাকা |
407 টাকা | 30 দিন | 675 মিনিট + 1 GB | 40 টাকা |
Grameenphone Cash Back offer’s Chart
টাকার পরিমান | মেয়াদ | মিনিট/MB পরিমান | ক্যাশবেক |
61 টাকা | 3 দিন | 3 GB | 6 টাকা |
147 টাকা | 30 দিন | 225 মিনিট | 10 টাকা |
Airtel Cash Back offer’s Chart
টাকার পরিমান | মেয়াদ | মিনিট/MB পরিমান | ক্যাশবেক |
21 টাকা | 1 দিন | 25 মিনিট +100 MB | 2 টাকা |
89 টাকা | 3 দিন | 8 GB | 9 টাকা |
147 টাকা | 7 দিন | 20 GB | 17 টাকা |
228 টাকা | 30 দিন | 370 মিনিট | 28 টাকা |
307 টাকা | 30 দিন | 510 মিনিট | 47 টাকা |
429 টাকা | 30 দিন | 45 GB | 50 টাকা |
604 টাকা | 30 দিন | 1000 মিনিট + 1 GB | 104 টাকা |
648 টাকা | 30 দিন | 45 GB +1000 মিনিট | 80 টাকা |
Robi Cash Back offer’s Chart
টাকার পরিমান | মেয়াদ | মিনিট/MB পরিমান | ক্যাশবেক |
118 টাকা | 10 দিন | 190 মিনিট | 12 টাকা |
148 টাকা | 7 দিন | 15 GB | 10 টাকা |
324 টাকা | 30 দিন | 525 মিনিট +512 MB | 35 টাকা |
369 টাকা | 30 দিন | 12 GB +250 মিনিট | 20 টাকা |
519 টাকা | 28 দিন | 50 GB | 50 টাকা |
604 টাকা | 30 দিন | 1000 মিনিট + 1 GB | 100 টাকা |
699 টাকা | 30 দিন | 40 GB +1000 মিনিট | 80 টাকা |
799 টাকা | 30 দিন | 30 GB +1000 মিনিট | 400 টাকা |
Bkash Mobile Recharge
বিকাশ মোবাইল রিচার্জ করার নিয়ম জানতে চান? তাহলে এই পোস্ট টা দেখুন ক্লিক করুন