Airtel Number Check করতে চান?কিন্তু কি ভাবে তা জানেন না?
চলুন দেখে নেয়া যাক কি ভাবে Airtel Sim Number বের করবেন।
How To Check Airtel Sim Number
খুবই সহজ একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার Airtel Sim Number বের করতে পারবেন।প্রক্রিয়াটি আমি নিচে দেখাচ্ছি।
তো আপনি আমার দেখানো নিচের Step By Step নিয়মটি একবার শিখে ফেলুন।দেখবেন এয়ারটেল নাম্বার বের করতে আপনার আর কোন সমস্যা হবে না।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
তো এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের ডায়াল পেড এ যান ।সেখানে নিচের চার্ট থেকে যে কোন একটি কোড ডায়াল করুন।নিচের ছবির মত।
এখানে আমি *2# দিয়েছি।এটিই সবচেয়ে বেশি ব্যবহার হয়।
তবে আপনি আমার দেয়া অন্য কোন কোডও ব্যাবহার করতে পারেন।আপনার কাজ অবশ্যই হবে।

খেয়াল করুন আপনার স্কিনে আপনার এয়ারটেল সিম এর নাম্বার দেখাচ্ছে।ঠিক নিচের ছবির মত।

Airtel Number বের করার জন্য ডায়াল করুন —- *2#
Airtel Number Check Code
এয়ারটেল নাম্বার চেক কোড হল —- *121*7*3#
আপনি এটি ডায়াল করলেও কাজ হবে। অর্থাৎ আপনার এয়্রটেল সিম এর নাম্বার দেখাবে।
এয়ারটেল নাম্বার চেক কোড 2021
এয়ারটেল নাম্বার চেক কোড 2021 হল —- *123*7*3#
আপনি এই কোডটিও ডায়াল করতে পারেন।
কি ভাবে ডায়াল করবেন তা আমি উপরে দেখিয়েছি।না বুঝে থাকলে আবার দেখুন।
যাই হোক কোডটি ডায়াল করার পর আপনার Airtel সিম নাম্বার দেখাবে।
Airtel Number Check Code এর চার্ট নিচে দেয়া হল
নিচের চার্ট টি খেয়াল করুন।এখানে Airtel নাম্বার বের করার সকল কোড এক সাথে দেয়া আছে।আসা করি আপনাদের কাজে আসবে।
Description of Airtel নাম্বার Check Code | এয়ারটেল নাম্বার বের করার কোড |
Airtel Sim Number চেক কোড | *2# |
Airtel Sim নাম্বার Check কোড | *121*7*3# |
এয়ারটেল নাম্বার চেক কোড 2021 | *123*7*3# |
এই ছিল আজকে ।ধন্যবাদ সবাইকে।