Bkash Priyo Number কি তা আমরা অনেকেই জানিনা।Bkash Priyo Number কি ভাবে সেট করতে হয় তাও আমরা জানিনা।তো এই বিষয় গুল নিয়েই আজকে আলোচনা করব।চলুন শুরু করা যাক।
Bkash Priyo Number কি ?
এক কথায় বিকাশ আপনাকে ৫ টি নাম্বার পছন্দ করার সুযোগ দিচ্ছে।যে নাম্বার গুলুতে আপনি সেন্ড মানি করতে কিছু বাড়তি সুবিধা পাবেন । এই ৫ টি নাম্বারকেই আসলে বলা হচ্ছে প্রিয় নাম্বার।
Download Bkash APP
Bkash App Download করতে এখানে ক্লিক করুন ।
বিকাশ প্রিয় নাম্বার কি ভাবে সেট করবেন?
বিকাশ প্রিয় নাম্বার সেট করা খুব সহজ।আপনি ২ ভাবে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে পারবেন।
- বিকাশ APP ব্যাবহার করে
- *২৪৭# ডায়াল করে
আমরা ২ ভাবেই বিকাশ প্রিয় নাম্বার সেট করা দেখব।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন
Bkash APP দিয়ে প্রিয় নাম্বার সেট করা
Bkash APP দিয়ে প্রিয় নাম্বার সেট করা খুবই সহজ। চলুন দেখা যাক।
প্রথমে আপনি আপনার Bkash APP এ Log In করুন। তারপর নিচের চিহ্নিত অংশে দেখানো Send Money তে ক্লিক করুন।

তার পর নিচের চিহ্নিত অংশে ক্লিক করুন।

তার পর নিচের চিহ্নিত অংশে ক্লিক করুন। অর্থাৎ যোগ করুন অংশে ক্লিক করুন ।

তার পর নিচের দেখানো অংশে আপনি যে নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান সেটি দিন ।তির এর উপর ক্লিক করুন।

নিচের দেখানো অংশে আপনি আপনার Password দিন । খেয়াল করুন ,এখানে Password দেয়ার সাথে সাথে আপনার প্রধান কৃত নাম্বার টি আপনার প্রিয় নাম্বার হিসেবে সেট হয়ে যাবে। যা আপনি আগামি ১ মাসের আগে পরিবর্তন করতে পারবেন না ।তো আগেই সাবধান ।

ব্যাস APP ব্যাবহার করে আমাদের প্রিয় নাম্বার সেট করা হয়ে গেল । হুররে !!!!!!!!!!!!
*247# ডায়াল করে প্রিয় নাম্বার সেট করা
তো এখন আমরা *247# ডায়াল করে কি ভাবে প্রিয় নাম্বার সেট করতে পারি তা দেখব ।
প্রথমে আপনাকে নিচের ছবির মত ডায়াল করতে হবে *247#

সেখান থেকে ৮ সিলেক্ট করুন ।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন

যেহেতু আমরা প্রিয় নাম্বার সেট করতে চাই তাই এখানে 4 দিন

এখান থেকে সেন্ড মানি সিলেক্ট করুন ।অর্থাৎ ১ দিন ।

অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

যেহেতু আমরা প্রিয় নাম্বার Add করতে চাই তাই এখানে ১ দিন


তার পর নিচের ছবিতে যেমনটা দেখানো হয়েছে সে রকম করে আপনি যে নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান সেটি দিন

যেহেতু আপনি একটি নাম্বার আপনার প্রিয় নাম্বার নাম্বার হিসেবে সেট করতে চাচ্ছেন তো নিশ্চিত ভাবেই সেটি আপনার পরিচিত কারও নাম্বার ।সেটি হতে পারে আপনার মা , বাবা , বোন , কোন প্রিয় বন্ধু ,বা আপনার স্রী । তার নাম আপনি এখানে দিন ।

অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন

এখানে আপনি আপনার বিকাশ এর পিন দিন ।Send বাটনে ক্লিক করুন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন বিকাশ এর পিন দেয়ে Send বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রধান কৃত নাম্বারটি আপনার প্রিয় নাম্বার হিসেবে সেট হয়ে যাবে যা আপনি আগামি ১ মাসের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না।

আপনার কাজ শেষ ।
*247# ডায়াল করে প্রিয় নাম্বার চেক করার নিয়ম
প্রিয় নাম্বার তো আপনি সেট করলেন ।এখন আপনি আপনার প্রিয় নাম্বার গুল চক করতে চান ।অর্থাৎ আপনি আপনার সেইভ করা নাম্বার গুল দেখতে চান। তো সেটি কি করে করবেন সেটিই এখন আমরা দেখব।
চলোন দেখা যাক —–
তো আপনি উপরে দেখানো নিয়মের মত করে নিচের দেখানো ছবির অংশটা পর্যন্ত আসুন।

নিচের ছবিতে দেখান মত করে 3 সিলেক্ট করুন
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

আপনার বিকাশ এর পিন দিন

দেখুন আপমার প্রিয় নাম্বার গুল দেখাচ্ছে ।

ব্যাস আপনার কাজ হয়ে গেল
তো প্রিয় নাম্বার সেট করলেন ,আপনি আপনার প্রিয় নাম্বার গুল দেখলেন । এখন আপনি চাচ্ছেন আপনার কোন প্রিয় নাম্বার ডিলিট করতে ।তো সেটি কি ভাবে করবেন । চলুন এখন সেটিই দেখব ।
*247# ডায়াল করে প্রিয় নাম্বার ডিলিট করা
তো উপরে দেখানো নিয়মের মত করে নিচের ছবিতে দেখানো অংশ পর্যন্ত যান
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন

তার পর ছবিতে দেখানো নিয়মে 2 সিলেক্ট করুন

তার পর আপনার প্রিয় নাম্বার গুল দেখাবে ।এখান থেকে আপনি যে নাম্বার টি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন ।
ধরুন আপনি 2 নাম্বার এ থাকা প্রিয় নাম্বারটি ডিলিট করতে চান। তাহলে ছবিতে দেখানোর মত করে 2 সিলেক্ট করুন

আপনার পিন দিন ।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

নাম্বারটি ডিলিট হয়ে যাবে। ব্যাস আপনার কাজ শেষ।