Foodpanda থেকে প্রায়ই কেনাকাটা করেন?কিন্তু Foodpanda Bkash Payment সম্পর্কে জানেন না?
Foodpanda তে কি ভাবে বিকাশ Add করতে হয় জানেন না?Foodpanda তে বিকাশ দিয়ে কি করে পেমেন্ট করতে হয় জানতে চান?
তাহলে এই পোস্ট টা আপনার জন্য।চলুন সব এক সাথে Step By Step দেখা যাক।
আসলে Food Panda তে Bkash Add করার জন্য আপনাকে Food Panda তে কোন কিছু অর্ডার করতে হবে।
প্রকৃত পক্ষে আপনি যখন প্রথম বার Food Panda তে বিকাশ দিয়ে কোন কিছুর পেমেন্ট করবেন তখন ই আসলে আপনি বিকাশ কে পেমেন্ট মেথড হিসেবে বেছে নিবেন এবং এর মাধ্যমে ফুডপান্ডাতে বিকাশ এড হয়ে যাবে।
How To Order On Food Panda
Food Panda তে Order করার জন্য আপনি প্রথমে আপনার Food Panda Account এ Log In করুন।
আপনি যদি Food Panda তে প্রথম হয়ে থাকেন তা হলে আপনার কাছে প্রথমে আপনার address জানতে চাইবে।
তো আপনি আপনার Address দিন।দেখবেন আপনার নিকটবর্তি যে সকল রেসটুরেন্ট আছে সে গুলুর লিস্ট দেখাচ্ছে।
তো Food Panda তে আপনি ২ ভাবে Order করতে পারেন।
- আপনার বাসায় এসে দিয়ে যাবে (Food Delivery)
- আপনি রেসটুরেন্ট থেকে নিয়ে আসবেন। (Pick-Up)
আপনি যদি আপনার বাসায় এসে দিয়ে যেতে বলেন তাহলে আপনার বাসায় এসে দিয়ে যাবে।এক্ষেএে হয়ত আপনাকে কিছুটা বেশি খরচ দিতে হবে।
আর যদি আপনি ওদের রেসটুরেন্ট থেকে নিয়ে আসেন তাহলে আপনাকে কোন বেশি খরচ দিতে হবে না।উল্টু আপনি কিছুটা ছাড় পাবেন।
তো এই ক্ষেএে রেসটুরেন্ট থেকে নিয়ে আসা বলতে বুঝাচ্ছে ,আপনি বাসায় বা অন্য কোথাও থেকে Foodpanda App দিয়ে Order করলেন।
তারপর পেমেন্ট অর্থাৎ টাকা দিয়ে দিলেন ।তারা আপনার খাবার বানিয়ে পেকেট করে রাখবে।
আপনি আপনার সুবিধা মত সময়ে যেয়ে খাবার নিয়ে আসবেন।
এই ক্ষেএে সুবিধা হল আপনাকে রেসটুরেন্ট এ গিয়ে দারিয়ে থাকতে হল না।গেলেন, খাবার নিয়ে চলে আসলেন।
যাই হোক আমি নিচের ছবির মত প্রথমটা বেছে নিলাম।

সেখান থেকে যে কোন একটা বেছে নিন ।

এখান থেকে আপনি যে কোন একটি রেসটুরেন্ট বেছে নিন।

তারপর আপনি যে খাবার টা অর্ডার করতে চান সেটি বেছে নিন।

তারপর নিচের দেয়া Add To Card এ ক্লিক করুন।

Review payment and address এ ক্লিক করুন।

Address Change করার থাকলে আপনি নিচের চিহ্নিত অংশে ক্লিক করে আপনার Address Change করে নিন।

Bkash Foodpanda Payment Add করার নিয়ম
Food Panda তে বিকাশ Add করা খুব সহজ।
তো অর্ডার এর এই পর্যায়ে এসে আপনি আপনার পেমেন্ট করার জন্য Option পাবেন।উল্লেখ্য বিকাশ কে আপনার পেমেন্ট Option হিসেবে Food Panda তে Add আপনাকে প্রথম বার করতে হবে।
পরবর্তি আর কোন অর্ডারে আপনাকে আর বিকাশ কে Add করতে হবে না।শুধুমাএ বিকাশ কে সিলেক্ট করে পেমেন্ট করে দিলেই হবে।
যাই হোক আপনি নিচের ছবির মত করে ক্লিক করুন।

তারপর বিকাশ কে সিলেক্ট করুন।
এখানে একটি বিষয় খেয়াল করুন।আপনি কোন কোন ক্ষেএে নিচের ছবির মত করে বিকাশ কে নাও পেতে পারেন।
সেক্ষেএে আপনাকে ধরে নিতে হবে যে আপনি যে রেসটুরেনটি সিলেক্ট করেছেন সেখানে বিকাশ এর পেমেন্ট গ্রহন করা হয় না।
যাই হোক নিচের ছবির মত করে সিলেক্ট করুন।

খেয়াল করুন Food Panda তে আপনার পেমেন্ট Option হিসেবে বিকাশ Add হয়ে গেছে।
পরবর্তিতে আপনাকে আর কখনো বিকাশ কে পেমেন্ট মেথড হিসেবে এড করতে হবে না।দেখবেন সব সময় নিচের ছবির মত “Payment Method” এর নিচে বিকাশ কে দেখাবে।
যাই হোক Place Order এ ক্লিক করুন।

Foodpanda Bkash Payment করার নিয়ম
Place Order এ ক্লিক করার পর আপনি বিকাশ পেমেন্ট সিস্টেম এ চলে যাবেন।
যেখানে আপনি আপনার বিকাশ নাম্বার,পিন দিয়ে পেমেন্ট করবেন।
নিচের ছবির মত করে ‘I Agree” তে ক্লিক করুন।

এখানে আপনার বিকাশ নাম্বার দিন।নিচের দিকের “confirm” এ ক্লিক করুন।

মোবাইলে একটি কোড আসবে আপনার।সেটি দিন এবং একই কাজ অর্থাৎ নিচের দিকের “confirm” এ ক্লিক করুন।

আপনার বিকাশ একাউন্ট এর পিন দিন। নিচের দিকের “confirm” এ ক্লিক করুন।

তো সব শেষ কথা হল আপনার বিকাশ নাম্বার,পিন এবং আপনার একাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে আপনার Order টি সম্পন্ন হয়ে যাবে ।
তো এই ছিল আজকে।আসা করি Food Panda তে কি করে Order করতে হয়, কি করে Bkash Payment Add করতে হয় ,কি করে Bkash দিয়ে Food Panda তে Payment করতে হয় সব আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি।
কোন কিছু জানার বা বলার থাকলে আমাদের Facebook Page এ Comment করার অনুরুধ রইল।Facebook Page এর লিংক জানতে নিচের দিকের “যোগাযোগ ” পেইজে ক্লিক করুন।