Nagad Cash Out Charge কিন্তু অনেক কম।যা বিকাশ এর চেয়ে অনেক ভালো।যার ফলে অনেকেই বিকাশ এর চেয়ে Nagad দিয়ে টাকা পাঠাতে শুরু করেছেন।
তো Nagad Cash Out Charge হাজারে কত চলুন সেটি দেখা যাক।
Nagad এ আপনি ২ ভাবে Cash Out করতে পারেন।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
- *১৬৭# ডায়াল করে
- Nagad App ব্যাবহার করে
২ মাধ্যমের Cash Out Charge ও ভিন্ন।*১৬৭# দিয়ে কেশ আউট করলে খরচ বেশি।
Nagad App দিয়ে Cash Out করলে খরচ কম।শুধু কম না।অনেক কম!!
Nagad APP দিয়ে Cash Out Charge

নগদ App দিয়ে Cash Out Charge অনেক কম।
হাজারে মাএ—- ১১.৪৮ টাকা ।যা বিকাশ এর তুলনায় অনেক কম।
হাজারে মাএ ৯.৯৯ টাকা বলে
জি।বলে ।তারা কিছুটা সত্যও বলে ।
তা হলে আমি কেন বলছি হাজারে ১১.৪৮ টাকা।
আসলে নগদ৯.৯৯ টাকা নিলেও সরকারি টেক্স সহ তা ১১.৪৮ টাকা ।এবং আপনাকে আসলে এই ১১.৪৮ টাকাই দিতে হবে।
তো নগদ কেন এটা বলে ।এর উত্তর হল এমন।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন
4G যা 4.5G ও তাই ।তাহলে রবি কেন 4.5G বলে ।
এটা তাদের ব্যাবসায়িক চালাকি। নগদ— রবি উভয় এর ক্ষেএেই।
সো বিব্রান্ত হবেন না।
*১৬৭# ডায়াল করে খরচ
*১৬৭# ডায়াল করেNagad Cash Out খরচ কিন্তু অনেক বেশি।

হাজারে ১৪.৯৮টাকা ।যা APP এর চয়ে অনেক বেশি।
সো APP দিয়ে Cash Out এর সুযোগ থাকলে *১৬৭# ডায়াল করে Cash Out করবেন না।
তো এই ছিল আজকে।ধন্যবাদ সবাইকে।ভালো থকবেন।
Bkash Cash Out Charge জানতে ক্লিক করুনRocket Cash Out Charge জানতে ক্লিক করুন