আসলেই ই-মেইল কি ? ই-মেইল হল ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রুপ ।এটি ইন্টারনেট এর মাধ্যমে আদান প্রধান করা হয় ।এটি আমাদের সবচেয়ে পরিচিত মাধ্যম চিঠির মত।
ভিডিও টি ভালো লাগলে অথবা এ রকম আরো ভিডিও পেতে আমার Youtube চেনেল টিতে subscribe করার অনুরুধ রইল .subscribe করতে নিচের "Youtube " লেখা অংশে ক্লিক করুন ।
ভিডিও ভালো না লাগলে নিচের দিকে পড়তে থাকুন
ধরুন একটি চিঠিতে কি থাকে ? একটি চিঠিতে একটি খাম থাকে , সেই খামের উপরে থাকে যার কাছে চিঠি পাঠাবো তার ঠিকানা । একই ভাবে একটি ই-মেইল এও যার কাছে ই-মেইল পাঠাবো তার ঠিকানা দিতে হয়.
চিঠিতে তো বাসার ঠিকানা দেই ,ইমেইল এও কি বাসার ঠিকানা দেব। অবশ্যই না। তা হলে কি দিব ? ইমেইল Address ।
ইমেইল Address কি?
আপনার বাসার যেমন একটি ঠিকানা থাকে , তেমনি আপনার ইমেইল এর ও একটি ঠিকানা থাকবে ।
আর সেটি এ রকম—
এটিই হল আপনার ইমেইল ঠিকানা । পৃথিবীর যে কোন জায়গা থেকে এই ইমেইল ঠিকানায় ইমেইল পাঠালে তা আপনি পাবেন ।
নোটঃ [email protected] একটি উদাহরন মাএ ।আপনার টি অন্য কোন একটা হবে। সকল বাসার ঠিকানা যেমন এক রকম হয় না , তেমনি সকলের ইমেইল Address ও এক রকম হয় না।
চলুন এবার মুল অংশ চিঠিতে যাওয়া যাক
খামের ভিতরে থাকে মূল চিঠি . ই মেইল এও খামের ভিতরে থাকা মূল চিঠির মত করে লেখা হয়। পার্থক্য হল চিঠি হাতে লেখা যায় কিন্ত ই-মেইল Computer বা Mobile লে লেখতে হয় ।