All Roundbd

All Roundbd

আপনার সেবায় আপনার পাশে

create_website
ইমেইল

ই-মেইল কি ?

আসলেই ই-মেইল কি ? ই-মেইল হল ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রুপ ।এটি ইন্টারনেট এর মাধ্যমে আদান প্রধান করা হয় ।এটি আমাদের সবচেয়ে পরিচিত মাধ্যম চিঠির মত।

ইমেইল কি

ভিডিও টি ভালো লাগলে অথবা এ রকম আরো ভিডিও পেতে আমার Youtube চেনেল টিতে subscribe করার অনুরুধ রইল .subscribe করতে নিচের "Youtube " লেখা অংশে ক্লিক করুন ।

অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

Nagad Cash Out

বিকাশে বিদ্যুৎ বিল দিতে সমস্যা

বিকাশের পিন লক হয়ে গেলে ফিরে পাবার নিয়ম

ভিডিও ভালো না লাগলে নিচের দিকে পড়তে থাকুন

ধরুন একটি চিঠিতে কি থাকে ? একটি চিঠিতে একটি খাম থাকে , সেই খামের উপরে থাকে যার কাছে চিঠি পাঠাবো তার ঠিকানা । একই ভাবে একটি ই-মেইল এও যার কাছে ই-মেইল পাঠাবো তার ঠিকানা দিতে হয়.

চিঠিতে তো বাসার ঠিকানা দেই ,ইমেইল এও কি বাসার ঠিকানা দেব। অবশ্যই না। তা হলে কি দিব ? ইমেইল Address ।

ইমেইল Address কি?

আপনার বাসার যেমন একটি ঠিকানা থাকে , তেমনি আপনার ইমেইল এর ও একটি ঠিকানা থাকবে ।

আর সেটি এ রকম—

masum@gmail.com .

এটিই হল আপনার ইমেইল ঠিকানা । পৃথিবীর যে কোন জায়গা থেকে এই ইমেইল ঠিকানায় ইমেইল পাঠালে তা আপনি পাবেন ।

নোটঃ masum@gmail.com একটি উদাহরন মাএ ।আপনার টি অন্য কোন একটা হবে। সকল বাসার ঠিকানা যেমন এক রকম হয় না , তেমনি সকলের ইমেইল Address ও এক রকম হয় না।

চলুন এবার মুল অংশ চিঠিতে যাওয়া যাক

খামের ভিতরে থাকে মূল চিঠি . ই মেইল এও খামের ভিতরে থাকা মূল চিঠির মত করে লেখা হয়। পার্থক্য হল চিঠি হাতে লেখা যায় কিন্ত ই-মেইল Computer বা Mobile লে লেখতে হয় ।

অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন

Napa extend price in Bangladesh

Gp Mb Check

Pension Calculator Bd

বিকাশে বিদ্যুৎ বিল দিতে সমস্যা