Bkash Merchant Account কি ? আমি কি একটি বিকাশ মার্চেন্ট একাউন্ট করব?
এর সুবিধা কি? এটার কি কোন খারাপ দিক আছে?
হো — অনেক প্রশ্ন । এই গুল নিয়েই আজ লিখব।চলুন দেখা যাক সব Step By Step একসাথে।
বিকাশ মার্চেন্ট একাউন্ট কি ?
বিকাশ মার্চেন্ট একাউন্ট হল ব্যাবসায়িক একাউন্ট। অর্থাৎ যারা ব্যাবসা করেন শুধু মাএ তারাই এ একাউন্ট করতে পারেন।
তো মার্চেন্ট একাউন্ট হল এমন একাউন্ট যে একাউন্টে আমরা কোন কিছু কেনাকাটা করার পর পেমেন্ট দেই বা করি।
অর্থাৎ আপনি কোন কিছু কিনলেন তারপর সেটার পেমেন্ট কেশ বা নগদ টাকা না দিয়ে আপনার Bkash একাউন্ট থেকে দিলেন কোন একটা একাউন্টে ।যে নাম্বারে টাকাটা দিলেন সেটাই মার্চেন্ট একাউন্ট।
Bkash 1 Taka Offer নিয়েছেন নিশ্চই । কি চেনা লাগছে কথাটা ।
জি আপনি বিকাশ এর যে ১ টাকা অফার নেন , তার জন্য দোকানে গিয়ে যে নাম্বার টাতে আপনি পেমেন্ট দেন বা টাকা দেন সেটাও কিন্তু একটি Bkash Merchant Account।
তবে আপনি যদি সেন্ট মানি করেন বা কেশ আউট করেন তাহলে সেগুল মার্চেন্ট একাউন্ট নয়।কারন মার্চেন্ট একাউন্ট এ কেশ আউট বা সেন্ট মানি করা যায় না।
আপনি Daraz , Bdshop , Rokomari থেকে কোন কিছু কেনার পর যখন পেমেন্ট করেন ,এই যে আপনি তাদের টাকা দিলেন আপনার বিকাশ একাউন্ট থেকে, যে নাম্বার টাতে গিয়ে টাকা জমা হল সেটাই মার্চেন্ট একাউন্ট।
অথবা আজ কাল অনেক সুপার শপ , ফার্মেসি ,মুধি দোকান এ টাকা পেমেন্ট করতে পারেন বিকাশ একাউন্ট থেকে ।যে নাম্বারে পেমেন্ট করলেন সেটা Bkash Merchant Account।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন
বিকাশ মার্চেন্ট একাউন্ট এর সুবিধা
বিকাশ মার্চেন্ট একাউন্ট এর সুবিধা অনেক।
যেমন বিকাশ মার্চেন্ট একাউন্ট এ পেমেন্ট করলে আপনাকে অনেক কেশ বেক দেয়।যা খুবই ভালো একটি দিক।
যেমন Daraz বা Bdshop এ বছরের অনেক সময়ই 10% Cash Back এর অফার থাকে ।অর্থাৎ আপনি যদি এই অনলাইন শপ থেকে কোন কিছু কিনেন তার পর পেমেন্ট করেন তাহলে আপনি প্রতি 100 টাকায় 10 টাকা ফেরত পাবেন । বাড়তি লাভ তাই না?
আপনি অনলাইন থেকে কিছু কিনে পেমেন্ট করে দিলেন তারা আপনার পন্য এসে দিয়ে গেল ।আপনাকে তাদের সাথে দেখা পর্যন্ত করতে হল না।
যা এক সময় কল্পনাও করা যেত না। ভাবা যায় আপনি বাজারে না গিয়ে কোন পন্য বাসায় বসে কিনে নিয়ে আসলেন ।আপনাকে ঘর থেকে বের পর্যন্ত হতে হল না।
অনেক স্কুল ,কলেজ ,এমনকি অনেক বিশ্ব বিদ্যলয় পর্যন্ত বিকাশ এ পেমেন্ট নেয় ।যে গুল আসলে বিকাশ মার্চেন্ট একাউন্ট।
চিন্তা করেন এ টাকা গুল আপনাকে দেয়ার জন্য স্কুল বা কলেজ এ যেতে হত।অনেকটা সময় লাইনে দারিয়ে থাকতে হত।
কিন্তু এই কাজগুল আপনি এখন খুবই সহজে কয়েক সেকেন্ট এর মধ্যে করতে পারেন।
যেখানে আপনাকে আপনার স্কুল বা কলেজ এ যেতে রাস্তায় জ্যাম এ আটকে থাকতে হত ঘন্টার পর ঘন্টা ।ভাবা যায়!!
আজকাল অনেক পরিক্ষার ফ্রি পর্যন্ত বিকাশ এ দেয়া যায় ।যে ফ্রি গুল এক সময় টেলিটক এর মাধ্যমে দিতে হত।যা অনেকের কাছেই ঝামেলার বা বরক্তির কারন।
অনেক বিমার টাকা এখন বিকাশ এর মাধ্যমে দেয়া যায় ।যেগুল আসলে Bkash Merchant Account।
ট্রেনের টিকিট কাটবেন?অহ! ! লাইনে দারিয়ে থাক ! ধাক্কা ধাক্কি ! কি অবস্থা!
এখন ,আপনি নিমিশেই ঘরে বসে আপনার ট্রেনের টিকিট কাটতে পারেন।
এখন বাস ,লঞ্চ এর টিকিট ও বিকাশ এ কাটা যায় ।টিকিট কাটার পর আপনি যে নাম্বারে পেমেন্ট করেন বা আপনাকে কোন নাম্বার দিতে না হলেও আপনি বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করলেন।
আপনার পেমেন্ট করা টাকা যে নাম্বারে গিয়ে জমা হল সেটা বিকাশ মার্চেন্ট একাউন্ট।
আপনাকে কেশ টাকা সাথে নিয়ে গুরতে হল না।
Bkash Merchant Account দিয়ে খরচ কমানোর সুবিধা
আর একটি অন্যতম যে সুবিধাটি রয়েছে সেটি হল আপনি বিকাশ মার্চেন্ট একাউন্টে পেমেন্ট করার জন্য আপনাকে কোন খরচ দিতে হয় না।
যেমন আপনি যদি এক হাজার টাকা কেশ আউট করেন তাহলে আপনাকে 18.50 টাকা খরচ দিতে হবে।কিন্তু আপনি যদি এই টাকা পেমেন্ট করেন তাহলে আপনাকে এক পয়সাও খরচ দিতে হবে না।
আপনার 18.50 টাকা বেচে গেল !!
ধরেন কেও দেশের বাইরে থাকেন ।তিনি আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠাল।আপনি সেটা কেশ আউট করলেন না।
কারন! কেশ আউট করলে যে আপনাকে প্রতি হাজারে খরচ দিতে হবে 18.50 টাকা । আপনি এই টাকা দিয়ে আপনার বাচ্চার স্কুল বা কলেজ এর বেতন দিলেন বিকাশে।
আপনার বিদ্যুৎ বিল দিলেন বিকাশ এ। আপনি কিছু কিনবেন।
কোন একটা অনলাইন শপ থেকে কিনে নিলেন। টাকা আপনি বিকাশ এর মাধ্যমে দিলেন। আপনার ডাবল লাভ। কমনে?
আপনার কেশ আউট খরচ 18.50 টাকা ।বেচে গেল! ++ আপনি যদি কেশ বেক যখন দেয় তখন কিনেন তাহলে হাজারে ছাড় পেলেন প্রায় 100 টাকা(যদি 10% Cash Back দেয়)।
কত সুবিধা ।ভাবা যায়।
খাবার কিনবেন? কোন একটা অনলাইন রেস্টুরেন্ট যেমন Foodpanda , Hungrynaki, Pathao Food ইত্যাদি ।এগুল থেকে খাবার কিনলেন ।আপনাকে বাইরে যেতে হল না।
আপনি আপনার কেনা খাবার এর টাকা বিকাশ এ দিয়ে দিলেন তাদের ।
আপনি ঘরে বসে ,জ্যাম এ আটকে না থেকে +++ আপনি কিছু ছাড় বা কেশ বেক পেলেন।
oh ! সাথে খাবারও পেয়ে গেলেন। এই বার জ্যামে আটকে থাকার জন্য যে সময়টা হারাতেন সেটি আপনার মা , বাবা ,বউ ,বন্ধু বা GF বা BF কে দেন!!
আমাকেও একটু দিয়েন আমার পোস্ট টা আপনার ফেসবুক বা WhatsApp এ শেয়ার করে ! !
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
Bkash Merchant Account এর অসুবিধা
সকল সুবিধা বলা হল ।কিছু অসুবিধা না বললে কি চলে ?
জি ।বিকাশ মার্চেন্ট একাউন্ট এর কিছু অসুবিধাও রয়েছে।
যেমন আপনার যদি বিকাশ Agent Number বা Account হয় তাহলে আপনি Bkash Merchant Account এ পেমেন্ট করতে পারবেন না।
আপনাকে অবশ্যই একট পারসোনাল একাউন্ট থেকে পেমেন্ট করতে হবে।
যার কারনে আপনি একসাথে বড় এমাউন্ট পেমেন্ট করতে পারবেন না।
ছোট ছোট পেমেন্ট যেমন 30000-35000 হাজার টাকা পর্যন্ত আপনি অনাসায়ে একবারে পেমেন্ট করতে পারেন।
তবে এর বেশি হলে আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হবে।