Alaap এ recharge নিয়ে অনেকেই সমস্যায় আছেন। অনেকেই রিচার্জ করতে পারছেন না বলে বলচ্ছেন ।
তো তাদের জন্যই আজকের টিওটোরিয়াল ।আজ আমরা দেখব কি ভাবে Nogod দিয়ে Alaapএ Recharge করবেন।চলুন দেখা যাক।
প্রথমে আপনি আপনার Alaap APP এ Log In করুন।
নিচের মত Alaap এর হোম পেইজ আসবে।ছবিতে দেখানো অংশে ক্লিক করুন।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
তার পর নিচের ছবির মত আসবে ।আপনি “Recharge” এ ক্লিক করুন।
যেহেতু আমরা Nogod দিয়ে Recharge করব তাই আমরা এখানে Nogod সিলেক্ট করব ।তারপর Nogod এ ক্লিক করুন।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
তার পর নিচের মত আসবে।এখানে আপনি যে Nogod Number থেকে রিচার্জ করতে চান সেটি দিন।
তার পর আপনার নাম্বারে একটি মেসেজ আসবে।এখানে নাম্বার বলতে বুঝানো হচ্ছে যে নাম্বার থেকে আপনি রিচার্জ করছেন সেই নাম্বারে । যেখানে একটি কোড থাকবে ।এই কোডটিকেই আসলে বলা হচ্ছে “Verification Code” ।তো এটি আপনি নিচের ছবিতে দেখানো অংশে দিন।
কোড দেয়ার পর “Proceed” বাটনে ক্লিক করুন।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন
তার পর আপনার নগদ এর পিন দিন ।
পিন দেয়ার পর “Proceed” বটনে ক্লিক করুন।
তার পর রিচার্জ সফল হলে আপনাকে একটি Confirmation Message দেখাবে ।যেখানে আপনার রিচার্জটি সফল হয়েছে এরকম একটি মেসেজ থাকবে এবং রিচার্জ সফল হলে রিচার্জ কৃত টাকা আপনার আলাপ একাউন্টে যোগ হয়ে যাবে।
ব্যাস আপনার Alaap রিচার্জ এর কাজ হয়ে গেল ।