create_website
Allap recharge by Bkash

Alaap Recharge

Alaap! Alaap!! Alaap !!!!!

সারা দেশেই এখন এই Alaap নিয়ে কথা বার্তা।তো Alaap Recharge করা নিয়ে অনেকেই সমস্যায় আছেন ।

অনেকেই Alaap এ recharge করতে পারছেন না।তো তাদের জন্যই আজকের টিওটোরিয়াল।

Bkash App Download

Bkash App Download করতে এখানে ক্লিক করুন

Bkash দিয়ে আপনি খুব সহজেই Alaap এ recharge করতে পারবেন ।একদম সহজ ।চলুন দেখা যাক।

প্রথমে আপনি আপনার Alaap APP এ প্রবেশ করুন।

All-Roundbd.com

অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

Bkash Live Chat

দেখুন Alaap APP এর Home Page আসছে ।এখান থেকে ছবিতে দেখানো অংশে ক্লিক করুন।

Allap Home Page

তার পর রিচার্জ অংশে ক্লিক করুন

Allap recharge –bkash

অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

Bkash Live Chat

যেহেতু আমারা বিকাশ দিয়ে Alaap এ রিচার্জ করব তাই এখানে বিকাশ সিলেক্ট করতে হবে ।এখান থেকে বিকাশ সিলেক্ট করুন

Allap recharge –All-roundbd.com

আপনি যে পরিমান টাকা রিচার্জ করতে চান তা এখানে দিন । ধরুন আপনি ৫০ টাকা রিচার্জ করতে চান ।আপনি ৫০ দিন ।

অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন

Banglalink Sms Offer 2021

Gp , Airtel Minute Check

Banglalink Minute Check

Teletalk Balance Check

ছবিতে দেখুন আমি মার্ক করে রেখেছি । নিচের দিকে লেখা “Save bkash no. for faster recharge” .এখানে এটি দিয়ে বুঝানো হচ্ছে যে আপনি যে নাম্বারটি দিয়ে রিচার্জ করছেন সেটি আলাপ সেইভ করে রাখবে কি না । এর সুবিধা হল আপনি যখন আবার আলাপ এ রিচার্জ করবেন তখন আপনাকে আর নতুন করে বিকাশ নাম্বার দিতে হবে না ।আলাপ এপ্স নিজে থেকেই আপনার সেইভ করা বিকাশ নাম্বারটি বসিয়ে দিবে।

তো আপনি যদি এখানে টিক দেন তাহলে Alaap App আপনার নাম্বার টি সেভ করবে । যদি না দেন তাহলে করবে না।

“continue” লেখা বাটনে ক্লিক করুন ।নিচের ছবির মত আসবে।

তার পর নিচের ছবির মত আসবে ।এখানে দেখুন নিচের ছবিতে আমি মার্ক করে রেখেছি। একটি মেসেজ আসবে। যেটিতে একটি কোড থাকবে ।যেটিকে বলা হচ্ছে Varification Code ।তো এই Code টি আপনি নিচে বসাবেন ।

“Confirm” লেখা অংশে ক্লিক করুন ।তারপর নিচের ছবির মত আসবে ।এখানে আপনার পিন দিন ।

পিন দেয়ার পর “Confirm” লেখা অংশে ক্লিক করুন ।

তার পর নিচের ছবির মত আসবে । আপনার রিচার্জ যদি সফল হয় তাহলে নিচের মত confirmation message পাবেন । অর্থাৎ আপনার রিচার্জ সফল হয়েছে সেটি এখানে দেখাবে ।

অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন

Bkash Merchant Account Charge

Nagad Account Balance Check Code

Bkash Live Chat

বিকাশের পিন লক হয়ে গেলে ফিরে পাবার নিয়ম

ব্যস আপনার Alaap রিচার্জ এর কাজ শেষ । হয়ে গেল আপনার রিচার্জ ।