Bdshop Affiliate, Bangladesh এ যারা Affiliate Marketing করেন বা খোজ খবর রাখেন তাদের কাছে অনেকটা পরিচিত নাম।
আসলেই , bdshop affiliate marketing অনেকটাই ভালো, reliable, reputable একটা নাম।তাদের কমিশন ও অনেক ভালো।শর্ত গুলও অনেক সহজ।
আপনার যদি কোন Website , Youtube Channel ,Blog বা কোন ভালো মানের Facebook Page থাকে তাহলে আপনি খুব সহজেই Bdshop এফিলিয়েট প্রোগ্রাম এ অংশ গ্রহন করতে পারবেন।
আপনার আবেদন করার পর খুব দ্রুতই তারা আপনাকে তাদের এফিলিয়েট প্রোগ্রাম এ অংশ গ্রহন করতে দিবে ,যদি আপনার সকল তথ্য সঠিক থাকে। এফিলিয়েট প্রোগ্রাম এ অংশ গ্রহন করতে আপনার Website , Youtube Channel বা Blog এ খুব বেশি Visitor বা View লাগবে না।
তো আজকে আমি আপনাদের কে দেখাব ,কি করে আপনি Bdshop এফিলিয়েট এ Join করবেন , কি করে Link Generate করবেন , commission Rate কত?– সব একে একে দেখাব।
আসা করি এই টিওটিরিয়াল দেখলে আপনাকে আর Bdshop এফিলিয়েট নিয়ে কোন সমস্যার মোখ মুখি বা এ বিষয়ে আরও কিছু জানার থাকবে বলে মনে করি না।
তো চলুন শুরু করা যাক।
Bdshop Affiliate এ Sign Up করার নিয়ম
খুব সহজ।আপনি প্রথমে তাদের Website (এখানে ক্লিক করুন) এ যান।
সেখানে আপনি একটি একাউন্ট করুন।অর্থাৎ এখানে আপনি শুধু Sign Up করুন এক জন সাধারন User হিসেবে।
আপনার একাউন্ট এ Log In করুন।বাম দিকে মেনুতে দেখুন Affiliate Program আছে ।ক্লিক করুন।
একটি ফর্ম আসবে যেখানে প্রথমে আছে “Referral website (primary traffic source)” — অর্থাৎ আপনি যেখান থেকে সব চেয়ে বেশি Traffic পান।
সেটা হতে পারে কোন Blog ,Website , Youtube Channel ,Facebook Page এর লিংক ।আপনি যে কোন একটি এখানে ব্যাবহার করতে পারবেন।
আপনার যদি একের অধিক মাধ্যম থাকে যেমন আপনার Blog আছে , YouTube Channel আছে , Facebook Page ও আছে সেই ক্ষেএে আপনি যেই মাধ্যম থেকে বেশি Traffic পান সেটির লিংক দিন।
প্রশ্ন হতে পারে যে আমি এখানে একটি লিংক দিলে বাকি গুলি কি বাদ যাবে।
উত্তর ” না ” .
আপনি যখন Referral Link Generate করবেন তখন আপনি যেকোনটি অর্থাৎ Blog ,Website , Youtube Channel ,Facebook Page ব্যাবহার করতে পারবেন।যা আমি নিচে দেখিয়েছি।
আপনি আপনার রেফারাল লিংক যে কোন জায়গায় ব্যাবহার করতে পারবেন কোন সমস্যা নেই।
যেমন কোন FaceBook গ্রুপ বা কোন Website এর কমেন্টে ।এক কথায় যে কোন জায়গায়।
নিচের বক্সে আপনি দেখবেন আছে “Payment Type” ।অর্থাৎ আপনি আপনার আয়করা টাকা কোন মাধ্যমে নিবেন।
আপনি বিকাশ বা ব্যাংক এর মাধ্যমে খুব সহজেই Bdshop এফিলিয়েট এর পেমেন্ট নিতে পারবেন।
আপনি যদি চান আপনি সরাসরি Bdshop এর Office থেকে নিবেন তাহলেও নিতে পারবেন।
বিকাশ এর মাধ্যমে নিলে বিকাশ সিলেক্ট করুন এবং নিচের দেয়া বক্সে আপনার বিকাশ একাউন্ট নাম্বার দিন।
Bank এর মাধ্যমে নিলে ব্যাংক সিলেক্ট করুন এবং নিচের দেয়া বক্সে আপনার Bank Account এর তথ্য দিন।
BDSHOP Affiliate Program এর চার্ট
প্রতি মাসে Order এর পরিমান | কমিশন | মেম্বারশিপ পরিবর্তন এর সময় |
0 থেকে 19 | 3% (Starter) | এই কমিশন সব সময় পাবেন |
20 থেকে 49 | 4% (Silver) | বিগত ৩ মাস এই পরিমান সেল থাকতে হবে |
50 থেকে 99 | 5% (Gold) | বিগত ৩ মাস এই পরিমান সেল থাকতে হবে |
100 থেকে 199 | 6% (Diamond) | বিগত ৩ মাস এই পরিমান সেল থাকতে হবে |
200 থেকে যে কোন | 7% (Platinum) | বিগত ৩ মাস এই পরিমান সেল থাকতে হবে |
আপনি যখন প্রথম Sign Up করবেন তখন আপনি 3% commission পাবেন।যেটাকে বলা হচ্ছে Starter .
এরপর আপনি যখন আপনার সেল বাড়াতে থাকবেন এবং এটা 20 বা তার চেয়ে বেশি হবে তখন আপনি Silver এ উন্নিত হবেন।
এবং এই সেল আপনাকে গত 3 মাস ধরে থাকতে হবে।
যেখানে আপনি 4% commission পাবেন।
এভাবে আপনার সেল যত বাড়বে আপনার কমিশন বাড়তে থাকবে।তবে শর্ত হল এই পরিমান সেল আপনাকে সর্বশেষ 3 মাস ধরে থাকতে হবে।
সর্বোচ্চ যে কমিশন কেটাগরি সেটি হল Platinum. এখানে আপনাকে 200 বা তার চেয়ে বেশি সেল করতে হবে বিগত তিন মাসে।
এই Category তে আপনি 7% Commission পাবেন ।
আপনি যত ইচ্ছা তত টাকা আয় করতে পারবেন।কোন Limitation নেই।
এ ছাড়া আপনি বিশেষ কিছু কমিশন পাবেন উপরে দেয়া কমিশন এর সাথে বোনাস হিসেবে।
যা আপনি আপনার Affiliate Dashboard এ পাবেন।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
How To Generate Referral Link of Bdshop এফিলিয়েট
তো আবেদন করার পর তারা আপনার আবেদন গ্রহন করার মাধ্যমে আপনি Bdshop এফিলিয়েট প্রোগ্রাম এর অংশ হয়ে গেলেন।
এখন টাকা তো আয় করতে হবে তাই না?
আর তার জন্য আপনাকে Bdshop এফিলিয়েট এর লিংক আপনার Blog ,Website , YouTube Channel ,Facebook Page এ দিতে হবে।
এখানে খেয়াল করুন ,Bdshop আপনাকে একটি Unique Link দিবে যেটিতে ক্লিক করে কোন Product কেউ কিনলে আপনি কমিশন পাবেন।
আপনাকে দেয়া লিংক ছাড়া অন্য কোন লিংক থেকে কিনলে আপনি কমিশন পাবেন না।
তো এই লিংক Generate করার জন্য আপনি নিচের ছবির মত করে প্রথমে Affiliate Program মেনুতে ক্লিক করুন।
তারপর “Promotions” Tab এ ক্লিক করুন ।
সেখান থেকে আপনি “Get Link” এ ক্লিক করুন।
তারপর আপনি সেখানে 2 টি বক্স পাবেন।প্রথম টাতে আপনি দিবেন যে প্রডাক্ট আপনি সেল করবেন তার লিংক।
অর্থাৎ আপনি Bdshop.com এ যাবেন।কোন প্রডাক্ট এর উপর ক্লিক করলেন।
প্রডাক্ট এর উপর ক্লিক করলে আপনি যে Page এ যাবেন সেটির লিংক Copy করবেন এবং প্রথম বক্সে দিবেন।
যেমন https://www.bdshop.com/xiaomi-air-humidifier-dem-f600-in-bd
পরের টাতে আপনি দিবেন আপনার Traffic Source ,অর্থাৎ Blog ,Website , Youtube Channel ,Facebook Page এর লিংক ।
‘Generate Link ‘ এ ক্লিক করুন।যে লিংকটি আপনি পাবেন সেটি আপনার Affiliates Link .
আপনার Source এর সাথে মিলিয়ে আপনি নিচের মত একটি লিংক পাবেন।
এরকম https://www.bdshop.com/xiaomi-air-humidifier-dem-f600-in-bd?aw_affiliate=eyJjYW1wYWlnbl9pZCI6IjciLCJ0cmFmZmljX3NvdXJjZSI6Imh0dHBzOlwvXC9hbGwtcm91bmRiZC5jb21cLyIsImFjY291bnRfaWQiOjE2NTg5fQ
এই Link টি আপনি ব্যাবহার করবেন।এবং এই লিংক ক্লিক করে যে এই প্রডাক্ট টি কিনবে সেখান থেকে আপনি কমিশন পাবেন।
আর খেয়াল করুন অবশ্যই Product টি যে কিনেছে তাকে Delivery নিতে হবে।সে যদি Order Cancel করে বা Delivery না নেয় তাহলে আপনি কমিশন পাবেন না।
যা সকল এফিলেয়েট এর জন্যই প্রযোজ্য।শুধু Bdshop নয়।