Bkash Account Balance Check করতে চান? নিয়ম জানেন না?চলুন দেখে নেয়া যাক।
বিকাশ বেলেন্স চেক করা খুব সহজ।কিছু সহজ নিয়ম ফলো করে আপনি খুব সহজেই আপনার বিকাশ Account এর Balance চেক করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক।
Download Bkash APP
Bkash App Download করতে এখানে ক্লিক করুন ।
Bkash Balance Check Code
Bkash Balance চেক কোড হল — *247# .এটি ডায়াল করে আপনি খুব সহজেই আপনার Bkash একাউন্ট এর বেলেন্স চেক করতে পারেন।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন
Bkash Balance Check *247# ডায়াল করে
Bkash Dial Code *247# ডায়াল করে আপনার বিকাশ এর বেলেন্স দেখতে প্রথমে আপনার মোবাইলে তুলুন *247#.তারপর ডায়াল করুন।
দেখুন কিছু Options দেখাচ্ছে।সেখান থেকে “My Bkash” লেখা Option টি সিলেক্ট করুন।অর্থাৎ এখানে “My Bkash” Option টি আছে 8 নাম্বার এ।
তো আপনি 8 Press করুন এবং ডায়াল করুন।দেখুন আপনার স্ক্রিনে কিছু Options দেখাচ্ছে।সেখান থেকে আপনাকে “Check Balance” এই Option টি সিলেক্ট করতে হবে।
তো এখানে “Check Balance” 1 নাম্বার এ আছে।আপনি 1 সিলেক্ট করুন এবং ডায়াল করুন।
দেখুন আপনার পিন নাম্বার চাচ্ছে।সেটি দিন এবং ডায়াল করুন।
দেখুন আপনার Bkash একাউন্ট এর বর্তমান বেলেন্স দেখাচ্ছে।
আর একটি বিষয় খেয়াল করুন।দেখুন এখানে বেলেন্স ২ টি দেখাচ্ছে।অর্থাৎ বেলেন্স ২ বার দেখাচ্ছে।
কিন্তু কেন?কি প্রশ্ন জাগে না?
আসলে বেলেন্স ২ টি দেখাচ্ছে কারন একটি আপনার বর্তমান বেলেন্স যেটা প্রথমে দেখাচ্ছে।
আর ২ নাম্বার টি হল আপনার ব্যাবহার যোগ্য বেলেন্স।এই টাকাটি আপনি ব্যাবহার অর্থাৎ কেশ আউট,সেন্ড মানি ,পে বিল ইত্যাদি করতে পারবেন।কিন্তু প্রথমটি নয়।
এই বিষয় টা সব সময় হয় না।মাঝে মধ্যে হয়।যেমন আপনি আপনার মোবাইলে ৫০ টাকা রিচার্জ করলেন।কিন্তু কোন কারনে আপনার রিচার্জ করা টাকা আপনার Bkash থেকে কেটে নিল না।তখন আপনার বেলেন্স ১ নম্বর এ ৫০ টাকা রিচার্জ করার আগে যা ছিল তাই দেখাবে ।কিন্তু ২ নাম্বার এ ৫০ টাকা কম দেখাবে।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
Bkash Account Balance Check By APP
আপনি বিকাশ APP এ Log In করুন।তার পর নিচের ছবির মত দেখানো অংশে ক্লিক করুন বা ট্যাব করুন।

দেখবেন আপনার Bkash একাউন্ট এর বেলেন্স দেখাচ্ছে।