Bkash Charge নিয়ে চিন্তিত? কোন দিক দিয়ে যে কত টাকা খরচ হয় ! দোকানদার যা খরচ রাখে বা চায় তাই দিতে হয়?
কিছুই ঠিক মত বুঝি না? এরা মহা বাটপার !! — কি মিলে যাচ্ছে আপনার সাথে !
কিছুটা ? Right ?
তো আজ এই বিষয় টা নিয়ে মোটা মোটি সবই লিখব। আসা করি আপনাদের কাজে আসবে।
তো প্রথমেই একটা কথা বলি সেটা হল বিকাশ এর গোপন কোন খরচ নেই। অর্থাৎ আপনি যা খরচ করবেন তাই আপনার একাউণ্ট থেকে কেটে নিবে। বাড়তি কোন টাকা কাটবে না।
অনেকেরই দেখা যায় যে অভিযোগ থাকে কথা না বললেও টাকা কেটে নেয় তার মোবাইল থেকে। বিকাশ এর ক্ষেএে এমন কোন অভিযোগ নেই বলেই জানি।
Bkash Cash Out Charge
Bkash এ আপনি বেশ কিছু জায়গা থেকে কেশ আউট (কেশ আউট কি জানতে ক্লিক করুন) করতে পারেন।যেমন Agent, Bank, ATM BOTH থেকে । বিভিন্ন মাধ্যম থেকে আবার খরচও ভিন্ন। কোথাও কম ,কোথাও বেশি।
Bkash Cash Out Charge From Agent
যে কোন Agent থেকে আপনি *247# বা App ব্যাবহার করে টাকা তুলতে পারবেন মাএ 18.50 টাকা প্রতি হাজারে । অর্থাৎ আপনি এক হাজার টাকা যদি তুলেন তাহলে খরচ পরবে 18.50 Taka.
তাহলে যে টিভিতে বলে 14.99 Taka ! যি ঠিকই বলে ।তবে একটি প্রিয় এজেন্ট নাম্বারে। প্রিয় এজেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্ট টি দেখুন (ক্লিক করুন ) ।
Bkash Cash Out Charge From App
Agent থেকে যা খরচ App থেকেও তাই। যা উপরে বলা হয়েছে। একই নিয়ম।
Bkash Cash Out Charge From ATM
Brack Bank বা এর অনুমদিত কোন Bank এর ATM থেকে যদি আপনি টাকা তুলেন তাহলে আপনাকে খরচ করতে হবে প্রতি হাজারে মাএ 15 Taka.
Bkash Cash Out Charge From Bank
Bank থেকে বিকাশ কেশ আউট চার্জ সব চেয়ে কম। জি , মাএ 10 Taka।
আপনি কিছু Bank এর যে কোন Branch থেকেও বিকাশ এর টাকা তুলতে পারবেন।
** সোনালি ,অগ্রনি বা IFIC বা কমিউনিটি Bank থেকে বিকাশ কেশ আউট চার্জ সব চেয়ে কম। জি মাএ 10 Taka .
** Brack বা City Bank , Eastern Bank থেকেও বিকাশ কেশ আউট চার্জ হাজারে 10 Taka .
Bkash Charge Calculator দিয়ে বিকাশ এর সকল Cash Out Charge বের করতে ক্লিক করুন ।
Bkash Cash Out Limit
বিকাশ এ আপনি যত ইচ্ছা তত টাকা কেশ আউট করতে পারবেন না। কিছু Limit রয়েছে।
Bkash Cash Out Limit Per Day
বিকাশ এ আপনি প্রতিদিন সর্বোচ্চ 25000 Taka কেশ আউট করতে পারবেন যে কোন এজেন্ট থেকে, যে কোন একটি একাউন্ট নাম্বার দিয়ে। এর বেশি পারবেন না। তবে এই টাকা আপনি একবারে কেশ আউট করতে পারবেন। কিন্তু Bank থেকে আপনি টাকাটা একবারে তুলতে পারবেন না।
২ / ৩ বারে তুলতে হবে।
*আপনি একবারে সর্বোচ্চ 20000 Taka কেশ আউট করতে পারবেন যে কোন Bkash অনুমদিত ATM থেকে, যে কোন একটি একাউন্ট নাম্বার দিয়ে। এর বেশি পারবেন না।
*আপনি একবারে সর্বোচ্চ 10000 Taka কেশ আউট করতে পারবেন যে কোন BRAC Bank ATM থেকে, যে কোন একটি একাউন্ট নাম্বার দিয়ে। এর বেশি পারবেন না।
Bkash ATM এর লিস্ট বা বোথ কোথায় পাবেন জানতে ক্লিক করুন
Bkash Cash Out Limit per Month
বিকাশ এ আপনি মাসে সর্বোচ্চ 150,000 Taka কেশ আউট করতে পারবেন যে কোন একটি একাউন্ট নাম্বার থেকে। এর বেশি পারবেন না।
Bkash Send Money Charge
Cash Out এর মত সেন্ড মানিতেও (সেন্ড মানি কি জানতে ক্লিক করুন) টাকা খরচ হয়। এখানেও আবার প্রিয় নাম্বার এর ব্যাপার রয়েছে।
Bkash Send Money Charge By App
আপনি যদি APP থেকে সেন্ড মানি করেন তাহলে আপনাকে 100 Taka পর্যন্ত কোন খরচ দিতে হবে না। এর বেশি যদি করেন তাহলে আপনাকে
— প্রতি মাসে সর্বোচ্চ 25000 Taka পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন, প্রতি সেন্ড মানিতে খরচ পড়বে 5 Taka .
—- 25000 Taka এর পর সকল সেন্ড মানি এর জন্য আপনাকে প্রতি সেন্ড মানিতে দিতে হবে 10 Taka .
প্রিয় নাম্বার এর ক্ষেএে
*** আপনি প্রতি মাসে সর্বোচ্চ 25000 Taka পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন, প্রতি সেন্ড মানিতে কোন খরচ পড়বে না .
*** আপনি প্রতি মাসে সর্বোচ্চ 25000 – 500000 Taka পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন, প্রতি সেন্ড মানিতে খরচ পড়বে 5 Taka .
**** প্রতি মাসে 50000 Taka থেকে সর্বোচ্চ লিমিট পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন, প্রতি সেন্ড মানিতে খরচ পড়বে 10 Taka .
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
Bkash Send Money Charge By *247#
প্রতি সেন্ড মানিতে উপরে দেয়া APP এর খরচ এর মত *247# দিয়েও একই খরচ।
শুধু মাএ আপনি খরচ ছাড়া 100 Taka পর্যন্ত যে সেন্ড মানি APP দিয়ে করতে পারবেন *247# দিয়ে পারবেন না।
Bkash Send Money Limit
Cash Out এর মত Send Money নির ও কিছু Limit রয়েছে ।
Bkash Send Money Limit Per Day
প্রতি দিন আপনি সর্বোচ্চ 25000 Taka পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।
Bkash Send Money Limit Per Month
প্রতি মাসে আপনি সর্বোচ্চ 200,000 Taka পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।
Bkash payment charge
বিকাশ এ আপনি যে কোন পরিমান পেমেন্ট করতে পারবেন কোন খরচ ছাড়াই । যাকে বলা হচ্ছে মার্চেন্ট একাউন্ট ( মার্চেন্ট একাউন্ট সম্পর্কে জানতে ক্লিক করুন) ।
Bkash Payment Limit
বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে কোন বাধা নেই। আপনি প্রতি দিন যে কোন পরিমান টাকা পেমেন্ট করতে পারবেন।
Bkash Cash In Charge
বিকাশ কেশ ইন করতে কোন খরচ হয় না।
Bkash Cash In Limit
অন্য গুলোর মত বিকাশ ( কেশ ইন এর ক্ষেএেও কিছু Limit রয়েছে।
Bkash Cash In Limit Per Day
বিকাশ এ আপনি একদিনে সর্বোচ্চ 30,000 Taka কেশ ইন করতে পারবেন।
Bkash Cash In Limit Per Month
বিকাশ এ আপনি এক মাসে সর্বোচ্চ 200,000 Taka কেশ ইন করতে পারবেন।
Bkash Charge List
Agent এবং APP থেকে | 18.5 Taka | |
Cash Out | ATM থেকে হাজারে | 15 Taka |
Bank থেকে | 10 Taka | |
প্রিয় নাম্বার এর ক্ষেএে | ||
1-25000 Taka পর্যন্ত | 0 Taka | |
25000-50000 Taka পর্যন্ত | 5 Taka | |
Send Money | 50000-200000 Taka পর্যন্ত | 10 Taka |
অন্য সকল নাম্বারে | ||
1-25000 Taka পর্যন্ত | 5 Taka | |
25000 Taka এর উপরে | 10 Taka | |
Payment | কোন খরচ নেই | 0 Taka |
Cash In | এক দম ফ্রি | 0 Taka |