Bkash Send Money করার নিয়ম কিন্তু খুবই সহজ । আমরা আজ বিকাশে সেন্ড মানি কি ভাবে করতে হয় তা দেখব ।
বিকাশ এখন আমাদের নিত্য দিনের সঙ্ঘী । বেপারটা এমন একটা পর্যায়ে এসে পৌচেছে যে আমরা ঘরে বসে থাকলেও আমাদের Bkash এর প্রয়োজন পরে ।কি করা যায় না বিকাশ দিয়ে বলেন ?
মোবাইল রিচার্জ (Bkash দিয়ে Mobile recharge এর নিয়ম জানতে ক্লিক করুন), বিদ্দুৎ বিল দেয়া(Bkash দিয়ে Palli Bidyut Bill দেয়ার নিয়ম জানতে ক্লিক করুন) , কেনা কাটা করা ।
সবই করা যায় ।
Download Bkash APP
Bkash App Download করতে এখানে ক্লিক করুন ।
তো বিকাশের একটি অন্যতম ফিচার হলো ‘সেন্ড মানি ‘। Send money কি , কিভাবে সেন্ড মানি করতে হয় বা বিকাশে সেন্ড মানি করার নিয়ম — এগুলো আমরা অনেকেই জানিনা ।
বিকাশে সেন্ড মানি করার নিয়ম
সেন্ড মানি দুই ভাবে করা যায় ।
- *247# ডায়াল করে
- বিকাশ Appব্যাবহার করে
বিকাশে সেন্ড মানি করা খুব সহজ। পড়তে ভাল না লাগলে নিচের ভিডিওটা দেখতে পারেন ।
ভিডিও টি ভালো লাগলে অথবা এ রকম আরো ভিডিও পেতে আমার Youtube চেনেল টিতে subscribe করার অনুরুধ রইল .subscribe করতে নিচের "Youtube " লেখা অংশে ক্লিক করুন ।
*247# ডায়াল করে সেন্ড মানি করার নিয়ম
প্রথমে আমাদের *247# ডায়াল করতে হবে । এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের বাটন চেপে *247# তুলুন।ঠিক নিচের ছবির মত।
আপনি ঠিক মত তুললে নিচের ছবির মত আসবে ।

সেখান থেকে আমাদের 1 দিতে হবে । যেহেতু আমরা সেন্ড মানি করবো এবং সেন্ড মানি 1 নম্বর অপশানে আছে ।

তার পর নিচের মত আসবে । এখানে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান সেটি দিতে হবে ।
ধরুন আপনি 01915179084 নাম্বারে টাকা পাঠাতে চান । তাহলে নিচের দাগ দেয়া ঘরে 01915179084 লিখুন ।

তার পর নিচের মত আসবে । এখানে আপনি কি পরিমান টাকা পাঠাতে চান তা দিন ।
আপনি সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বচ্চো ২৫০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন ।

তার পর নিচের ছবির মত আসবে । এখানে ‘ রেফরেন্স ‘ চাবে । তো ‘ রেফরেন্স ‘ কি ?
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন

বিকাশ সেন্ড মানি রেফরেন্স কি
Bkash Send Money Reference হলো একটি গুপন নম্বর এর মত । এটি আপনি দিচ্ছেন তাই আপনি জানবেন এবং যাকে পাঠাচ্ছেন সে জানবে ।
যাকে পাঠাচ্ছেন সে জানবে ,তার কারন হলো , আপনি টাকা পাঠালে তার মোবাইলে একটি মাসেজ যাবে ,যেখানে আপনার দেয়া “রেফরেন্স ” নাম্বারটির উল্লেখ থাকে ।
তো এখানে আপনি যে কোন কিছু দিন ।যেমন — 10 বা 2255 বা 6923 বা 1122 বা 019151790 ইত্যাদি । অর্থাৎ আপনি যে কোন কিছু দিতে পারেন ।এটা নিয়ে টেনশন এর কিছু নাই ।
তার পর নিচের মত আসবে । এখানে যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার , কত্ টাকা পাঠাবেন সেটা দেখাবে ।
এখানে মুলত আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন বা যত টাকা পাঠাবেন ,সেগুলো ঠিক আছে কি না তা আবার যাচাই করবে । সব ঠিক থাকলে আপনার পিন নাম্বার দিন ।

ব্যাস আপনার Send money এর কাজ হয়ে গেল ।
Bkash send money App ব্যাবহার করে
App ব্যাবহার করে Bkash send money করা ,*২৪৭# ডায়াল করে করার চেয়ে সহজ ।
প্রথমে আপনি আপনার বিকাশ App এ Log In করুন ।
আপনি সঠিক ভাবে Log In করতে পারলে নিচের ছবির মত আসবে। সেখান থেকে “সেন্ড মানি” এ ক্লিক করুন ।

চিহ্নিত অংশে প্রাপকের নাম্বার দিন । অর্থাৎ যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন ।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

তির এর উপর ক্লিক করুন । তাহলে পরবর্তি স্ক্রিন (অর্থাৎ পরের অংশ ) আসবে ।

গোল চিহ্নিত অংশে আপনার টাকার পরিমান লিখুন । অর্থাৎ কি পরিমান টাকা আপনি পাঠাতে চান ।
তির এর উপর ক্লিক করুন ।

রেফরেন্স এর ঘরে রেফরেন্স দিন (রেফরেন্স কি তা উপরে বলা আছে ) ।
উপরের ছবিতে চিহ্নিত “পিন ” এর ঘরে আপনার বিকাশ একাউন্ট এর পিন দিন ।
তির এর উপর ক্লিক করুন ।

চিহ্নিত অংশে চাপ দিয়ে ধরে রাখুন ।
ব্যাস আমাদের Send Money এর কাজ শেষ ।
Nagad Send Money করার নিয়ম দেখতে ক্লিক করুন