GP Mb Check করা খুবই সহজ।আসলে আমরা মনে রাখতে চাই না বলেই মনে থাকে না বলে আমার মনে হয়।
মনে রাখবই বা কেন?মোবাইলে সার্চ দিলেই সেকেন্ডে হাজির।তো চলুন দেখা যাক।
তো আমি আপনাদের Step By step সকল নিয়ম দেখিয়েছি।আসা করি এই টিওটিরিয়াল দেখার পর GP Mb বের করার জন্য আপনাদের আর সমস্যায় পড়তে হবে না।
GP internet balance check করতে ডায়াল করুন *121*1*4#।
অন্য যে ভিডিও গুলো দেখতে পারেন

How To Check Gp Internet Balance
তো Grameenphone Internet Balance বের করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের স্কিনে তুলুন *121*1*4#.
ঠিক নিচের ছবির মত।তার পর ডায়াল করুন।

দেখুন একটি মেসজ দেখাচ্ছে যে আপনার মোবাইলে SMS দেয়া হবে।ঠিক নিচের ছবির মত।

এর পর খেয়াল করুন যে আপনার মোবাইলে মেসেজ আসছে যেখানে আপনার গ্রামিনফোন সিমের ইন্টারনেট বেলেন্স দেখাচ্ছে।
ঠিক নিচের ছবির মত।

How To Check Gp Internet Balance Expiration
তো Gp ইন্টারনেট বেলেন্স এর মেয়াদ আমরা অনেকেই বের করতে পারি না।এটি কিন্তু খুব সহজ।
আপনি উপরে যে Mb বেলেন্স বের করলেন সেখানে যে মেসেজ আসল সেখানেই কিন্তু Gp ইন্টারনেট বেলেন্স এর মেয়াদ দেয়া আছে।
উপরের ছবিতে খেয়াল করুন।আমি মেয়াদ কোথায় দেখায় তা উল্লেখ করে দিয়েছি।
Grameenphone Mb বন্ধ করতে
আপনি যদি আপনার চলমান ইন্টারনেট প্যাকটি বন্ধ করতে চান তা হলে ডায়াল করুন — *121*3041#

How To Stop Grameenphone Mb
এক্ষেএেও আপনি প্রথমে আপনার মোবাইলে তুলুন *121*3041#।
তার পর ডায়াল করুন।দেখবেন ফিরতি মসেজ আসছে ।
যেখানে আপনাকে বলছে যে আপনার GP এমবি বন্ধ হয়ে গেছে।
Grameenphone Mb Balance Check Code Chart
Description of GP MB Check Code | Code For GP MB Check |
GP internet balance check code | *121*1*4# |
Gp MB বন্ধ করতে ডায়াল করুন | *121*3041# |
আর একটি বিষয় ,যে বিষয় টা নিয়ে আমরা অনেকেই বিপদে পরি বা বিরক্ত সেটি হল ইন্টারনেট প্যাক অটো রিনিওয়াল ।অর্থাৎ আমরা না চাইলেও দেখা যায় যে আমাদের প্রথম বার কেনা প্যাক এর মেয়াদ শেষ হলে সেটি আবার চালো হয়ে যায়।যা আমরা অনেকেই কি ভাবে বন্ধ করতে হয় তাও জানি না ।এর জন্য আমরা অনেকেই আছি যারা টাকা রিচার্জ করা বন্ধ করে দেই । কারন ,আরে ভাই টাকা না থাকলে অফার চালো করবে কেমনে। তাই না !!!
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
যাই হোক ।চলুন কোড টা দেখা যাক।
GP Mb প্যাক এর অটো চালো হওয়া বন্ধ করতে
আপনি ডায়াল করুন —- *121*3043#

Stop Grameenphone Mb Auto Renewal
এক্ষেএেও আপনি প্রথমে আপনার মোবাইলে তুলুন *121*3043#।
তার পর ডায়াল করুন।দেখবেন ফিরতি মসেজ আসছে ।
যেখানে আপনাকে বলছে যে আপনার GP এমবি এর অটো রিনিওয়াল বন্ধ হয়ে গেছে।
এছাড়া আপনি SMS ও করতে পারেন।
“OFF” টাইপ করে সেন্ড করুন 25000 নাম্বারে।
দেখবেন যে ফিরতি SMs এ আপনাকে জানাচ্ছে যে আপনার জিপি এমবি এর অটো রিনিওয়াল বন্ধ হয়ে গেছে।
Description of GP MB Auto Renewal off on | Code For GP MB Auto Renewal off on |
on করতে ডায়াল করুন | *121*3042# |
এছারা আপনি SMS করতে পারেন | ON লিখে পাঠিয়ে দিন 25000 নাম্বারে |
Off করতে ডায়াল করুন | *121*3043# |
এছারা আপনি SMS করতে পারেন | OFF লিখে পাঠিয়ে দিন 25000 নাম্বারে |
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
GP Mb প্যাক এর অটো চালো হওয়া চালো করতে

How To On Grameenphone Mb Auto Renewal
এক্ষেএেও আপনি প্রথমে আপনার মোবাইলে তুলুন *121*3042#।
তার পর ডায়াল করুন।দেখবেন ফিরতি মসেজ আসছে ।
যেখানে আপনাকে বলছে যে আপনার GP এমবি এর অটো রিনিওয়াল চালো হয়ে গেছে।
এছাড়া আপনি SMS ও করতে পারেন।
“ON” টাইপ করে সেন্ড করুন 25000 নাম্বারে।
দেখবেন যে ফিরতি SMs এ আপনাকে জানাচ্ছে যে আপনার জিপি এমবি এর অটো রিনিওয়াল চালু হয়েছে।
অন্যান্য যে গুলা দেখতে পারেন।