Robi Balance Check করার কোড আমরা অনেকেই জানিনা।খুব সহজ কিন্তু তার পরও আমরা মনে রাখতে পারিনা।
তো নিচে আমি আপনাদের Step By Step সকল নিয়ম দেখাব।
তো চলোন সেটি দেখা যাক।
Robi Balance Check Code
রবি বেলেন্স চেক করার কোড হল —- *222#.
এ ছাড়া আপনি 222 নাম্বারে ফোন করেও Robi বেলেন্স চেক করতে পারবেন।
কি এক দম সহজ ।তাই না?
How To Check Robi Sim Balance
তো রবি সিম বেলেন্স চেক করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের স্কিনে তুলুন *222#।
ঠিক যেমনটা আমি দেখিয়েছি নিচের ছবিতে।খেয়াল করুন।
তারপর ডায়াল করুন।
খেয়াল করুন স্কিনে আপনার রবি সিমের বেলেন্স দেখাচ্ছে।যেমনটা আমি আপনাকে নিচের ছবিতে দেখিয়েছি।
ফোন করে রবি সিমের Balance জানার কোড
তো এর জন্য আপনি উপরের মত আপনার মোবাইলের বাটন ক্লিক করে তুলুন 222 ।তারপর ডায়াল করুন।
খেয়াল করুন একটি মেয়ে কন্ঠ আপনাকে আপনার মোবাইলের বেলেন্স শুনাচ্ছে।
Robi Account Balance Check
রবি বেলেন্স এর জন্য আপনি আপনার মোবাইলের বাটন ক্লিক করে তুলুন *121*1*1# .
তারপর ডায়াল করুন।
লক্ষ্য করুন আপনার স্কিনে আপনার সিমের বেলেন্স দেখাচ্ছে।
রবি সিমের টাকা চেক
রবি সিমের টাকা চেক এর জন্য আপনি আপনার মোবাইলের বাটন ক্লিক করে তুলুন *123*1*1# ।
ডায়াল করুন এখন।
দেখুন আপনার রবি সিমের টাকা কত আছে তা আপনার স্কিনে দেখাচ্ছে।
ফোন করে রবি সিম এর বেলেন্স চেক
আপনি কিন্তু ফোন করেও আপনার রবি সিম এর বেলেন্স চেক করতে পারেন।খুবই সহজ।চলুন দেখা যাক।
তো এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের স্কিনে তুলুন 222।
তার পর ডায়াল করুন।
খেয়াল করুন একটি মেয়ে কন্ঠ আপনাকে আপনার মোবাইলের বেলেন্স শুনাচ্ছে। সাথে আপনার বেলেন্স এর মেয়াদও।
রবি সিমের বেলেন্স চেক করার কোড এর চার্ট
বিবরন | Code |
Robi Balance Check করার কোড | *222# |
রবি বেলেন্স চেক এর কোড 2021 | *121*1*1# |
রবি Sim বেলেন্স চেক এর কোড 2021 | *123*1*1# |
ফোন করে Balance জানার কোড | 222 নাম্বারে ফোন করুন |
রবি সিম বেলেন্স এর মেয়াদ
আমরা অনেকেই আছি যারা রবি সিম বেলেন্স এর মেয়াদ বের করতে পারি না ।বা বের করলেও সেটি কোথায় দেখায় তা আমরা বুঝতে পারি না।
তো এটি বের করা কিন্তু খুব সহজ।আপনি যখন আপনার রবি বেলেন্স চেক করবেন তখনি আপনি আপনার বেলেন্স এর মেয়াদও দেখতে পারবেন।
তো আমি যে ভাবে আপনাকে রবি বেলেন্স বের করার নিয়ম দেখিয়েছি ঠিক একই ভাবে আপনি উপরের নিয়ম ফোলো করুন।নিচের ছবিতে দেখুন আমি দেখিয়েছি কোথায় আপনার রবি সিম বেলেন্স এর মেয়াদ দেখাচ্ছে।
এখানে 10/11/2027 এর মানে হচ্ছে —- 10 হচ্ছে মাসের তারিখ , 11 হল কত নম্বর মাস সেটি।এখানে 11 অর্থাৎ নবেম্বর মাস ।আর শেষের টি হল বছর।২০২৭ সাল।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
রবি Minute Card Recharge করেছি কিন্তু বলছে মেয়াদ নেই
এই সমস্যা টা অনেকেরই হয়।দেখা যায় যে এই মাএ Minute Card Recharge করলাম কিন্তু বলছে মেয়াদ নেই।
সমস্যা টা কেন তা অনেকেই বুঝতে পারেন না।তো এটি আসলে আপনার মূল বেলেন্স এর মেয়াদ এর কারনে।
যদি আপনার মূল বেলেন্স এর মেয়াদ না থাকে তাহলে আপনি মিনিট কার্ড রিচার্জ করলেও কথা বলে পারবেন না ।
উল্লেখ্য মিনিট কার্ড রিচার্জ করলে মূল বেলেন্স এর মেয়াদ বারে না।মূল বেলেন্স এর মেয়াদ বাড়াতে রিচার্জ করতে হয়।
আপনি ১০ টাকা রিচার্জ করলে প্রায় ১ মাস মেয়াদ পাবেন।
আজ এ পর্যন্তই।ধ্যন্যবাদ।
অনেক ডিস্কাউন্টে রিচার্জ করতে আপনি আমাদের এই পেজটি ভিজিট করুন — Robi Recharge Offer