Teletalk Balance Check করতে চান? টেলিটক এর বেলেন্স চেক Code কত?কি জানতে চান?
আমি আজকে আপনাদের সেই বিষয়টি দেখাব।
খুব সহজ কিছু নিয়ম ফলো করে আপনি খুব সহজেই টেলিটক এর বেলেন্স চেক করতে পারবেন।
আমি Step By Step নিচে তা দেখিয়েছি।
Teletalk Balance Check Code
তো টেলিটক এর বেলেন্স চেক Code হল —- *152#
এর জন্য প্রথমে আপনার মোবাইলের বাটন ক্লিক করে *152# তুলুন।
তারপর ডায়াল করুন।
দেখবেন আপনার মোবাইলের স্কিনে আপনার ত বেলেন্স দেখাচ্ছে।
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
Teletalk Balance Check by SMS
আর একটি অপশান রয়েছে টেলিটক এর বেলেন্স চেক এর জন্য।সেটি হল SMS এর মাধ্যমে।
আপনি খুব সহজে SMS করে আপনার টেলিটক সিমের বেলেন্স চেক করতে পারবেন।
এর জন্য আপনি “U” লিখে পাঠিয়ে দিন 111 নাম্বারে ।ব্যাস আপনার কাজ হয়ে গেল ।
ফিরতি একটি মেসেজ আপনার মোবাইলে আসবে।যেখানে আপনার Teletalk সিমের বেলেন্স এর বিস্তারিত দেখতে পাবেন।
আর হে ।এই SMS এর জন্য আপনার কোন টাকা কাটবে না।
Description of Teletalk বেলেন্স চেক Code | Code For টেলিটক বেলেন্স চেক |
টেলিটক বেলেন্স চেক এর জন্য আপনি ডায়াল করতে পারেন | *152# |
অথবা আপনি SMS করতে পারেন | U লিখে 111 নাম্বারে |
আজ এই পর্যন্তই ।ধন্যবাদ।