Banglalink Minute Check করার জন্য আপনাকে একটি কোড ডায়াল করতে হবে।চলোন সেটি দেখা যাক।
BL Minute Check Code 2022
তো বাংলালিংক মিনিট চেক করা কিন্তু খুবি সহজ।আপনি খুব সহজেই নিচের কোড টি ডায়াল করে বাংলালিংক মিনিট চেক করতে পারবেন।
আপনি আমার নিচের Step By step নিয়ম ফলো করুন।খুব সহজেই শিখে যাবেন।
BL Minute Check Code হল — *121*100#
এর জন্য প্রথমে আপনার মোবাইলের বাটন ক্লিক করে *121*100# তুলুন।নিচের ছবির মত।
দেখবেন আপনার মোবাইলের স্কিনে আপনার মিনিট বেলেন্স দেখাচ্ছে।ঠিক নিচের ছবির মত.
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
বাংলালিংক Minute Pack চেক Code
আপনি যদি আরও Detail দেখতে চান যেমন ধরুন আপনার মিনিট এর মেয়াদ সহ তাহলে আপনি নিচের ছবির মত 1 সিলেক্ট করুন।
তাহলে দেখবেন আরও Detail দেখাচ্ছে।যেমনটা আমার মোবাইলে দেখাচ্ছে নিচের ছবির মত।উল্লেখ্য সকল মোবাইলে নিচের ছবির মত আসবে না ।
অর্থাৎ হয়ত ঠিক নিচের ছবির মত হবে না ।কিন্তু প্রায় এ রকমি থাকবে।
আপনার জন্য কিন্তু সরসরি Detail বাংলালিংক সিম এর মিনিট বেলেন্স চেক করার কোড আছে ।
সেটি হল
Banglalink Minute Pack Check Code 2022 — *121*100*1#
BL Minute Check code 2021 হল — *121*100#
আর আপনি যদি মেসেজ এর মাধ্যমে আপনার বাংলালিংক সিম এর মিনিট বেলেন্স দেখতে চান তাহলে দেখুন নিচের ছবির মত লেখা আছে যে
Press 1 for SMS Statement .
এখানে 1 দিন।তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
দেখুন আপনার মোবাইলে একটা মেসেজ আসছে যেখানে আপনার বাংলালিংক সিম এর মিনিট বেলেন্স বিস্তারিত দেখাচ্ছে।
ঠিক নিচের ছবির মত।
আপনি কিন্তু সরাসরি একটা কোড ডায়াল করতে পারেন যার মাধ্যমে সরাসরি আপনার মোবাইলে মেসেজ চলে আসবে।
কোডটি আমি নিচে দিলাম।
বাংলালিংক সিম এর মিনিট বেলেন্স চেক কোড 2022 — *121*100*1*1#
অন্য যে পোস্ট গুলো দেখতে পারেন
How To Check Bl Sim Minute বেলেন্স Expiration
আমরা অনেকেই মিনিট বেলেন্স এর মেয়াদ বের করতে পারি না।বা বের করতে পারলেও সেটি ঠিক বুজতে পারি না ।
তো চলুন দেখে নায়া যাক কি ভাবে আপনি বাংলালিংক সিম এর মিনিট বেলেন্স এর মেয়াদ বের করবেন ।
তো আপনি বাংলালিংক সিম এর মিনিট বেলেন্স যে ভাবে বের করছেন।নিয়ম ঠিক সেটিই ।আমি শুধু আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক কোন জায়গায় আপনি মেয়াদ টা দেখবেন।
নিচের ছবিতে খেয়াল করুন আমি দেখিয়েছি ।
এখানে 2021-07-12 এর মানে হচ্ছে —- 2021 হচ্ছে সাল
07 হল কত নম্বর মাস সেটি.এখানে 07 অর্থাৎ জুলাই মাস।
12 হচ্ছে মাসের তারিখ।অর্থাৎ 2021 সালের 07 বা জুলাই মাসের 12 তারিখ আপনার মিনিট বেলেন্স এর মেয়াদ শেষ হয়ে যাবে।
Banglalink Minute Pack Detail
তো আপনার এই রকম প্রয়োজন হতে পারে যে আপনি আপনার Banglalink Minute Pack এর কোনটি আপনি ব্যাবহার করছেন সেটি আপনি জানতে চান।
অর্থাৎ আপনি কোন মিনিট প্যাকটি ব্যাবহার করছেন সেটি জানতে চান।
সেটিও কিন্তু বের করা সম্বব ।নিয়ম ঠিক উপরে দেখনো মিনিট বের করার নিয়ম এর মতই ।
নিচের ছবিতে আমি সেটা দেখিয়েছি।খেয়াল করুন।
এখানে 28Min-7days-17Tk এর মানে হল
28Min অর্থাৎ আপনার পেকেজটি 28 মিনিট এর।
7Days মানে হল এই মিনিট গুল আপনি 7 দিন ধরে ব্যাবহার করতে পারবেন।অর্থাৎ 7 দিন পর এ গুলোর মেয়াদ শেষ হয়ে যাবে।
আর 17TK এর মানে হল এই প্যাকেজ টির মূল্য হল 17 টাকা।
.
BL মিনিট বের করার কোড এর টেবিল
কি ভাবে Banglalink minute বের করবেন | Code |
Banglalink Minute বের করার জন্য ডায়াল করুন | *121*100# |
Banglalink Minute Pack Check Code 2021 | *121*100*1# |
বাংলালিংক সিম এর মিনিট বেলেন্স চেক কোড মসেজ এর মাধ্যমে | *121*100*1*1# |
- দেখতে Airtel Balance check code ক্লিক করুন
- Airtel MB check code দেখতে ক্লিক করুন
- ক্লিক করুন Airtel Number check code দেখতে
- GP MB check code দেখতে ক্লিক করুন
- Robi MB check code দেখতে ক্লিক করুন
- Teletalk Balance check code দেখতে ক্লিক করুন
- Banglalink Balance check code দেখতে ক্লিক করুন
- Banglalink Number check code দেখতে ক্লিক করুন